বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ও বিভাগীয় শহর রাজশাহী পদ্মা নদীর তীরে অবস্থিত।পদ্মা বাংলাদেশের ২য় দীর্ঘতম নদী। এর দৈর্ঘ্য ৩৬৬ কিলোমিটার। এটি হিমালয়ে উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখা। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় (মানাকোসা ও দুর্লভপুর ইউনিয়ন) বাংলাদেশে প্রবেশ করে, এখান থেকে নদীটি পদ্মা নাম ধারণ করে আরিচায় যমুনার সাথে এবং শেষে চাঁদপুরের দিকে মেঘনার সাথে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। রাজা রাজবল্লভের কীর্তি পদ্মার ভাঙ্গনের মুখে পড়ে বিলীন হয়ে যায় বলে পদ্মার আরেক নাম কীর্তিনাশা। পদ্মা নদীর তীর ঘেষে গড়ে উঠেছে রাজশাহীর অনেক ঐতিহ্যবাহী স্থাপনা। এগুলোর মধ্যে রয়েছে- হযরত শাহ মখদুম (র:) এর মাযার শরীফ, রাজশাহী কলেজ, বড়কুঠি, শহীদ কামরুজ্জামান কেন্দ্রীয় চিড়িয়াখানা, সারদা পুলিশ একাডেমী, সারদা ক্যাডেট কলেজ, বাঘার মীরগঞ্জে রেশমের উৎপাদন কেন্দ্রসহ অন্যান্য অনেক স্থাপনা। পদ্মার প্রধান উপনদী মহানন্দা ও পুনর্ভবা। মহানন্দা উপনদীটি চাঁপাই নবাবগঞ্জ জেলায় এবং পুনর্ভবা বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পদ্মার বিভিন্ন শাখা নদীর মধ্যে গড়াই, আড়িয়াল খাঁ, কুমার,মাথাভাঙ্গা, ভৈরব ইত্যাদি অন্যতম। আবার পদ্মার বিভিন্ন প্রশাখা নদীসমূহ হলো- মধুমতী, পশুর, কপোতাক্ষ ইত্যাদি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS