Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বিদেশে চাকুরি প্রার্থী মহিলা কর্মীদের সরকারি ডাটাবেজে নাম রেজিষ্ট্রেশন সম্পর্কিত জরুরী বিজ্ঞপ্তি
বিস্তারিত

 এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বৈদেশিক চাকুরির জন্য আগ্রহী মহিলা কর্মীদের যোগ্যতা অনুযায়ী পছন্দমত বিভিন্ন পেশায় ডিজিটালাইজড পদ্ধতিতে সরকারি ডাটাবেজে নাম রেজিষ্ট্রেশন করা হবে।

 অত্র রেজিষ্ট্রেশনের জন্য নিন্ম লিখিত যোগ্যতা থাকতে হবে:

  • আগ্রহী প্রার্থীদের বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • প্রার্থীদের বয়স সীমা ২৫-৪৫ বছর হতে হবে।
  • হাইজকিপার, কেয়ার গিভার, বেবী সিটার, মালী, গার্ড, ক্লিনার, ড্রাইভার, কুক পেশায় আবেদন করা যাবে। তবে কেয়ার গিভার, ড্রাইভার ও বেবী সিটার পদে আগ্রহী প্রার্থীদের কমপক্ষে এস,এস,সি পাশ হতে হবে।
  • গার্মেন্টস পেশায় দক্ষ/আধাদক্ষ/অদক্ষ কর্মী হিসাবে রেজিষ্ট্রেশন করা যাবে(তবে এ ক্ষেত্রে বয়স ১৮-৪৫ বছর হতে হবে)।

 

রেজিষ্ট্রেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

১। মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) যদি থাকে/না থাকলে জাতীয় পরিচয়পত্র যদি থাকে/না থাকলে জন্ম নিবন্ধন সনদপত্র অবশ্যই আনতে হবে। জন্ম নিবন্ধন যে নাম ঠিকানা ব্যবহার করা হয়েছে পরবর্তীতে হুবহু সেই তথ্যের ভিত্তিতে Machine Readable Passport (MRP) তৈরী করতে হবে।

২। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (যদি থাকে) ১সেট ফটোকপি।

৩। প্রশিক্ষণের সনদপত্র (যদি থাকে)।

৪। অভিজ্ঞতার সনদপত্র (দেশে/বিদেশে) যদি থাকে।

৫। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত Good Conduct Certificate (চারিত্রিক সনদপত্র)।

 

 

নিবন্ধনের তারিখ ২৪/০৩/২০১৫ হতে ২৮/০৩/২০১৫ পর্যন্ত

(প্রতিদিন সকাল ৯.০০টা হতে বিকাল ৫.০০টা পর্যন্ত)

নিবন্ধনের স্থান: শংকরচন্দ্র ইউনিয়ন ডিজিটাল সেন্টার, চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা

ডাউনলোড
প্রকাশের তারিখ
10/03/2015